ভয়েস অব কুলাউড়া’র বর্ষপূর্তি উদযাপন।

প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২১

ভয়েস অব কুলাউড়া’র বর্ষপূর্তি উদযাপন।
booked.net

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টঃ- অনলাইন পোর্টাল ‘ভয়েস অব কুলাউড়া’র প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ১৫ জুন মঙ্গলবার বৃস্টিস্নাত সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কেক কাটার মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে ভয়েস অব কুলাউড়ার সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টুর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক নুরুল ইসলাম ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।ভয়েস অব কুলাউড়া

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জুড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ারুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব রতন, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, কবি ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সহকারি বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুস, কুলাউড়া টাইমস টিভির নির্বাহী সম্পাদক আলাউদ্দিন কবির, অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভয়েস অব কুলাউড়ার উপদেষ্টা ব্যাংকার আবুল ফাত্তাহ পলাশ, কুলাউড়া টাইমস টিভির সম্পাদক শহীদুল ইসলাম তনয়, দৈনিক অধিকারের কুলাউড়া প্রতিনিধি এস.আর.অনি চৌধুরী,কেবিসি নিউজের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন রিপন ও অনুলিপির এডমিন আশিকুল ইসলাম বাবু।

ভয়েস অব কুলাউড়ার পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শহর প্রতিনিধি শেখ সুমন, স্টাফ রিপোর্টার অনিক রহমান ও রাহিম আহমেদ মান্না।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক আমার সংবাদ এর কুলাউড়া প্রতিনিধি এইচ.ডি রুবেল, মাছুম আহমেদ, আলমগীর হোসেন খোকন, লুৎফুর রহমান দেলোয়ার, লিটন চৌধুরী, ভয়েস অব কুলাউড়ার স্টাফ রিপোর্টার জাকির হোসেন, ফটো সাংবাদিক রুহুল আমিন রাজ্জাক, আমিনুল ইসলাম রিয়াদ, প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের ভয়েস অব কুলাউড়ার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, ভয়েস অব কুলাউড়া’র এবারকার বেস্ট অব দ্যা ইয়ার পুরস্কারে ভূষিত হন ফটো সাংবাদিক শূন্য সুমন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!