ভয়ঙ্কর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার- মাহিয়া মাহি।

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

ভয়ঙ্কর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার- মাহিয়া মাহি।
booked.net

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

বিনোদন ডেস্কঃ-ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি কদিন আগেই পুত্রসন্তানের মা হয়েছেন। মাঝে মধ্যে স্বামী-সন্তান কে নিয়ে ফেসবুকে নানা অনুভূতি ব্যক্ত করে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। এবার ফেসবুকে খোলা চিঠি লিখলেন মাহি। খোলা চিঠি হওয়ায় নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করা নেই।

চিঠির শুরুতে এ অভিনেত্রী লিখেন, এই যেমন ধরো আমার মাথা ব্যথা করছে অথবা জ্বর, ঠান্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে। এই সমস্ত জিনিস কারো সাথে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। আমি কোনো কারণে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তা তো তুমি জানই। কিন্তু আজকে তোমাকে জড়ায় ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে-আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, ঠিক কি যে সমস্যা সেটাও বুঝতে পারছি না। মাহি আরও লিখেন, শুধু এইটুক বুঝতে পারছি আমার ভীষণ, ভয়ঙ্কর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শুনাতে শুনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।

Manual7 Ad Code

Ad

Follow for More!