প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ভবন ধসে নিখোঁজের সংখ্যা বেড়েই চলছে। কর্তৃপক্ষ বলছে, ১২ তলা ভবনের একাংশ ধসের পর এখন পর্যন্ত ১৫৯ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে তৎপরতা অব্যাহত থাকায় নিখোঁজদের জীবিত পাওয়ার বিষয়ে আশাবাদী মিয়ামি-দাদে শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন।
এদিকে মিয়ামির ১২ তলা ভবন ধসে পড়ার দু’দিনে গড়াতে চললো। প্রাণের সন্ধানে চলছে ব্যাপক উদ্ধার তৎপরতা। বৃহস্পতিবার ৪০ বছরের পুরনো ভবনের একাংশ পুরোপুরি ধসে পড়ায় এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে দেড় শতাধিক মানুষের সন্ধান মিলছে না। এজন্য খুবই সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ। উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দিতে কেন্দ্রীয় জরুরি বিভাগকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরো পড়ুনঃ যুক্তরাষ্ট্র প্রবাসী নাট্যকার বোরহানুদ্দিনের নাটক “ছলনা” মুক্তি পেল।
তবে সময় যত বাড়ছে নিখোঁজদের জীবিত পাওয়ার আশা ততই ক্ষীণ হয়ে আসছে। প্রিয়জনের খোঁজে সেখানে ভীড় করছেন স্বজনরা। কিন্তু নিরাপত্তার স্বার্থে ভবনটির আশপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না। তার মধ্যে উদ্ধারকাজে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, নিখোঁজদের জীবিত পাওয়া সম্ভব। মিয়ামি-দাদের মেয়র মেয়র ড্যানিয়েলা লেভিনের মতে,’কোন কিছুই অসম্ভব নয়। ভালো কিছুর প্রত্যাশায় উদ্ধারকারীরা কঠোর চেষ্টা করে যাচ্ছেন’।
সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘ভবনের পেছনের দিকের এক তৃতীয়াংশ বা তারও বেশি অংশ সম্পূর্ণ ধসে গেছে। দুর্ঘটনার সময় ধসে পড়া অংশে ঠিক কতজন ছিলেন, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে এখন পর্যন্ত সেখান থেকে ১৫ টি পরিবারের সদস্যদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে’। উল্লেখ্য যে, ১৯৮০ সালে নির্মিত এই ভবনটিতে ১৩০ টি ইউনিট ছিল।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us