বড় পর্দায় ফিরছেন আফজাল হোসেন।

প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩

বড় পর্দায় ফিরছেন আফজাল হোসেন।
booked.net

Manual1 Ad Code

বিনোদন ডেস্কঃ- দেশে বরন্যে ও দাপুটে অভিনেতাদের মধ্যে একজন আফজাল হোসেন। মাঝখানে অভিনয় থেকে যেনো স্বেচ্ছা নির্বাসনে ছিলেন! অভিনয়ের কোনো মাধ্যমেই খুব একটা দেখা যায়নি তাকে। হাল সময়ে ওটিটির বদৌলতে অভিনয়ে কিছুটা নিয়মিত হয়েছেন, তবে সিনেমায়৷

Manual1 Ad Code

ভক্ত-অনুরাগীদের জন্য আশার কথা হচ্ছে, খুব শিগগির সিনেমাতেও দেখা যাবে আফজাল হোসেনকে! আর সেই সিনেমাটির নাম ‘ওয়ান ইলেভেন’। এটি নির্মাণ করেছেন কামরুল ইসলাম রিফাত।

Manual3 Ad Code

থ্রিলারধর্মী ‘ওয়ান ইলেভেন’ সিনেমাটিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আফজাল হোসেন। এ বিষয়ে নির্মাতা কামরুল ইসলাম রিফাত জানান, আফজাল হোসেন কিংবদন্তী অভিনেতা। ‘ওয়ান ইলেভেন’ এ যে চরিত্রটিতে তিনি অভিনয় করতে যাচ্ছেন, আশা করি দর্শক মুগ্ধ হবেন।

Manual7 Ad Code

হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ এর সংলাপ লিখেছেন গল্পকার মোজাফফর হোসেন।  চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।

Ad

Follow for More!