প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২
অনলাইন ডেস্কঃ- খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে রোববার ইউক্রেনের বিভিন্ন শহরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এতে ৬০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।
যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ইউক্রেনের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রুশ বাহিনী।রোববার খারকিভের কুপিয়ানস্ক জেলায় ১০টি, লিম্যান শহরে ২৫টিরও বেশি এবং জাপোরিঝিয়ার অন্তত ২০টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।।ইউক্রেনের সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এ রুশ হামলায় তাদের কমপক্ষে ৬০ সেনা সদস্য নিহত হয়েছেন।এ ছাড়া লিমেনে বহু সামরিক যান ও যুদ্ধাস্ত্র ধ্বংস হয়ে গেছে রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র হামলায়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া।পশ্চিমাদের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে এত বড় সংঘাত আর কখনো দেখেনি বিশ্ববাসী।
ছবিঃ- ইন্টারনেট।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us