ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার।

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার।
booked.net

স্টাফ রিপোর্ট:- ব্রাহ্মণভাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান শাহীন (৪৫) গ্রেফতার হয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারী সোমবার গভীর রাতে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক হন তিনি। শাহীন অত্র ইউনিয়নের রাজাপুর গ্রামের কটাই মিয়ার ছেলে। এছাড়াও ওইদিন অভিযানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরো ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

 

কুলাউড়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় শাহীন একজন এজাহার ভুক্ত আসামী। তিনি গত ৫ আগষ্টের পর থেকে পলাতক রয়েছেন।

 

সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই ইবাদুল্লাহ জানান, গ্রেফতারকৃত মো. সাইফুর রহমান শাহীন এর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ২২ (২৩-০৮-২০২৪) ও ৩৭ (২৭-০৯-২০২৪) দু’টি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। সেই দু’টি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট পাঠানটুলাস্থ মাউন্ড এডোরা হাসপাতাল এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আপছার যুবলীগ নেতা শাহীনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad