ব্রাম্মনবাজার তৈরী হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

ব্রাম্মনবাজার তৈরী হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
booked.net
Manual3 Ad Code

 

ডেস্ক নিউজঃ- অনেক জল্পনা কল্পনার অবসান শেষে কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজার তৈরী হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম! এদিকে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ব্রাম্মনবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত (প্রস্তাবিত) মানিক বাবুর খেলার মাঠ পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় অন্যান্যর মধ্যে  উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়া, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী,  কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, রেভিনিউ ডেপুটি কালেক্টর অর্নব মালাকার, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়। পরিদর্শন শেষে জেলা প্রশাসক  ও পুলিশ সুপার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

কুলাউড়া সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য,কুলাউড়া উপজেলা পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ , অত্র এলাকার  খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের প্রতিনিধি উপজেলা ক্রীড়া সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণের মতামত ও লুয়াইউনি- হলিছড়া চা বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে বাক্ষণবাজার ইউনিয়নের জালালাবাদ মৌজার ১৬২৮ নং খতিয়ানের ৪২২/৫০১ নং দাগের ৩.০০ একর ভূমি রেকর্ডিয় শ্রেণি খেলার মাঠ এবং ১৬৩১ নং খতিয়ানের ৪২২/৫০১ নং দাগের ০.৬০ একর ভূমি রেকর্ডিয় শ্রেণি খেলার মাঠ সর্বমোট ৩.৬০ একর ভুমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক  বরাবর প্রস্তাব প্রেরণ করা হয়েছে। স্থানীয়ভাবে উক্ত জায়গাটি মানিক বাবুর খেলার মাঠ নামে পরিচিত যা লুয়াইউনি-হলিছড়া চা বাগানের লীজডিড ভূক্ত ভূমি।

Manual7 Ad Code

আধুনিক যোগাযোগ সুবিধা সম্বলিত উক্ত স্থানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হলে কুলাউড়া উপজেলার খেলোয়াড়দের বছরব্যাপী খেলাধুলা করার সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Manual3 Ad Code

Ad

Follow for More!