এইচডি রুবেলঃ অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে কুলাউড়া শহরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে শহরস্থ চৌমুহনীতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সকল সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে মর্মান্তিক হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের কঠোর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি কুলাউড়া সোনালী ব্যাংক ম্যানেজার শাফি চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক কুলাউড়া অগ্রণী ব্যাংক কর্মকর্তা সুজিত কুমার দে’র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাউথইষ্ট ব্যাংক ম্যানেজার আব্দুর রব, অগ্রণী ব্যাংক ম্যানেজার মোশাররফ হোসেন, ইউসিবিএল ব্যাংক ম্যানেজার আবুল ফাত্তাহ পলাশ, পুবালী ব্যাংক ম্যানেজার নুপুর বৈদ্য, সাউথইষ্ট ব্যাংক কর্মকর্তা সুয়েবুর রহমান, ইসলামী ব্যাংক কর্মকর্তা মনির হোসেন ও বাকি বিল্লাহ প্রমুখ।
বক্তারা অগ্রণী ব্যাংক কর্মকর্তা মরহুম মওদুদ আহমদ এর রুহের মাগফেরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।
Leave a Reply