শহর প্রতিনিধিঃ কুলাউড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রভাষক মঈনুল ইসলাম সবুজের ওপর হামলার প্রতিবাদে সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে ব্যবসায়ী নেতা আব্দুল্লাহ আল মনির পরিচালনায় বক্তব্য দেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি হাজী চেরাগ আলী, বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, দপ্তর সম্পাদক ডা: আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, ব্যবসায়ী নেতা গউছ মিয়া, আব্দুল মতলিব, শেখ সুমন, ব্যবসায়ী আমিনুল ইসলাম, হেলাল আহমদ, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।
মানববন্ধনে নৃশংস এ হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
সবুজের ওপর হামলার ঘটনায় তাঁর বড়ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে যুবলীগ নেতা কামরুল বক্সকে প্রধান আসামী করে ৬ জনের নামোল্লেখ করে একটি মামলা কুলাউড়া থানায় (নং- ১১) দায়ের করেন।
Leave a Reply