বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল হয়।

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২২

বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল হয়।
booked.net

বৃষ্টির সময় বিশেষ দোয়া আল্লাহ তায়ালা কখনোই ফিরিয়ে দেন না। সুতরাং বৃষ্টি বা অতি বৃষ্টিকে ভয় না পেয়ে প্রত্যেক মুসলিমের উচিত নিচের এই দোয়াটি পড়া। তাছাড়া বৃষ্টির সময় এই দোয়া পড়লে মনের আশা পূরণ হয়। দোয়াটি হলো- اللهم شيبان نافع

উচ্চারণ: আল্লাহুম্মা ছায়্যিবান নাফিয়া।

অর্থ: ‘হে আল্লাহ! এমন বৃষ্টি আমাদের ওপর বর্ষণ করুন যাতে ঢল, ধস বা আজাবের মতো কোনো অমঙ্গল নিহিত নেই।’ (বুখারি: ১০৩২)।

অতএব যখনই বৃষ্টি শুরু হয় তখনই দোয়া করা উচিত। কারণ বৃষ্টি হওয়ার  সময়ে দোয়া কবুল হয়। তাছাড়া এই সময় দোয়া করাও সুন্নত। বিখ্যাত হাদিস গ্রন্থ আবু দাউদ শরিফের ২৫৪০ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হযরত সাহল বিন সাদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, বৃষ্টি সময়ের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না।

সুতরাং একজন খাঁটি মুসলমান হিসেবে আমাদের উচিত যখনই বৃষ্টি নামবে তখন কোনো প্রকারের হা-হুতাশ না করে দোয়া করা। আশা করা যায় মহান আল্লাহতালা এই দোয়া কবুল করবেন। আমিন।

Ad