বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ।

প্রকাশিত: ৪:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ।
booked.net

Manual5 Ad Code

স্টাফ রিপোর্ট- আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বীর যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

রাজনৈতিক পটপরিবর্তনে কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে এবার পালিত হচ্ছে বিজয় দিবস। এই বিজয়ের আনন্দের দিনে জাতি গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশেষ বাণী দিয়েছেন।

Manual2 Ad Code

 

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিনের শুরুতে স্বাধীনতা সৌধে ফুল দেওয়ার পাশাপাশি নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে তারা। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনও বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।

Ad

Follow for More!