বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করবে সৌদি আরব। 

প্রকাশিত: ৬:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করবে সৌদি আরব। 
booked.net
Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ- সৌদি আরব বিশ্বের প্রথম “উড়ন্ত যাদুঘর” চালু করছে। উড়োজাহাজে চড়ে এ জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে। সম্প্রতি  আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

Manual7 Ad Code

রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখবে। জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের মধ্যকার একটি সহযোগিতামূলক প্রকল্প। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর প্রতিরূপের (রেপ্লিকা) সংগ্রহ প্রদর্শন করবে জাদুঘরটি।

Manual1 Ad Code

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যাত্রীরা “আর্কিটেক্টস অফ অ্যানসিয়েন্ট আরাবিয়া” নামে একটি ডিসকভারি চ্যানেল ডকুমেন্টারিও দেখতে পারবেন যা চলতি বছর প্রকাশিত হয়েছে।

কমিশনের প্রত্নতত্ত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফুট, ভ্রমণের সময় ডকুমেন্টারিটির একটি ভূমিকা প্রদান করবেন এবং যাদুঘরে বৈশিষ্ট্যযুক্ত শিল্পকর্ম সম্পর্কে একটি ব্যাখ্যা দেবেন। রেবেকা বলেন, “আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন, আমরা ধীরে ধীরে এর গোপনীয়তা আবিষ্কার করছি।”

Manual5 Ad Code

Ad

Follow for More!