বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ- সৌরভ গাঙ্গুলি।

প্রকাশিত: ৭:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ- সৌরভ গাঙ্গুলি।
booked.net

Manual8 Ad Code

অনলাইন ডেস্কঃ- চলতি বছরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। চেনা কন্ডিশন হওয়ায় এই বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) একদিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের সাবেক অধিনায়ক ও সদ্য বিদায়ী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশ আগামী বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বলে মন্তব্য করেন তিনি।

Manual7 Ad Code

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, ‘আমি অনেক প্রত্যাশা করি। (বাংলাদেশকে) কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য থাকে আর ফর্ম থাকে। আপনাদের বিশেষজ্ঞ স্পিনার ও পেসাররা যদি ফর্মে থাকে, তারা কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।’

প্রসঙ্গত,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে একদিনের সফরে ঢাকায় এসেছেন প্রিন্স অফ ক্যালকাটা।

Manual2 Ad Code

Ad

Follow for More!