বিরহ ঘোর – আতাউর রহমান নোমান।

প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২১

বিরহ ঘোর – আতাউর রহমান নোমান।
booked.net

বিরহ ঘোর

আতাউর রহমান নোমান।

নিখাদ প্রেমে নামলে পরে অমানিশার অন্ধকার
দখিন হাওয়ায় খুলবে কি আর কূল হারানো বন্ধ দ্বার
মন মিলনে অমিল যদি প্রবেশ করে একটি বার
কেমন করে মন বাগানে ফুলের কলি ফুটবে আর।

বিষাদ মনে প্রেমের সাধন বাঁধন ছাড়া নায়ের পাল
উথাল হাওয়া মাড়িয়ে দিতে হয় পাগল আর রয় মাতাল
মন বিরহে কাঁদে যদি রয় কি প্রাণে ছন্দ তাল
সুখ পিয়াসী দুঃখ যদি দখল করে তার কপাল।

হয় বিরহ নিখাদ প্রেমের বিষাদ ভরা যন্ত্রণার
রয় যদি প্রেম চাতক মনের সুপ্ত ঘাতক কল্পনার।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad