ভারতে বিবাহিতা নারীর আপত্তিকর ছবি স্বজনকে পাঠানোর অভিযোগ।

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

ভারতে বিবাহিতা নারীর আপত্তিকর ছবি স্বজনকে পাঠানোর অভিযোগ।
booked.net

অনলাইন ডেস্কঃ- ভারতের মধ্যপ্রদেশের কোলারে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় এক বিবাহিতা নারীর আপত্তিকর ছবি তার স্বামী এবং আত্মীয়-স্বজনকে পাঠানোর অভিযোগ উঠেছে জনৈক এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ওই নারী পুলিশে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরো পড়ুনঃ ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে দিল্লি।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ারিং অ্যাপে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আলাপ হয় ওই নারীর। তারপর তাদের মধ্যে গড়ে উঠে বন্ধুত্ব। একপর্যায়ে নিজেদের মোবাইল নাম্বারও আদান-প্রদান হয় এবং হোয়াটসঅ্যাপেই তাদের মধ্যে চলতো ভিডিও কলিং সহ আপত্তিকর চ্যাট। অভিযোগ দায়ের করা ওই নারী পুলিশের কাছে দেওয়া অভিযোগে জানান, ভিডিও কলিংয়ের সময় অভিযুক্ত ব্যক্তি গোপনে তার আপত্তিকর ছবি রেকর্ড করে রাখেন। তা দেখিয়ে ব্ল্যাকমেল করেছেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ওই ব্যক্তিটি বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সোজা না করার পর তাদের মধ্যে বন্ধুত্বের ছেদ পড়ে। তারপর ওই ব্যক্তি বিবাহিতা নারীটির আত্মীয়-স্বজনকে আপত্তিকর ভিডিও পাঠানো শুরু করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। সূত্র- আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়া।

Ad

Follow for More!