বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের।

প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের।
booked.net

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:- বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার স্থগিত করার জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা গতকাল সোমবার (২ ডিসেম্বর) এই রিটটি দায়ের করেন।

 

রিটের বিবাদী হিসেবে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসির) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এবং পুলিশের আইজিকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

 

Manual4 Ad Code

আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া জানান,বর্তমানে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের বিভিন্ন উপধারা লঙ্ঘন করে চলেছে। এ জন্য তাদের সম্প্রচার বন্ধ চেয়ে রিট করা হয়েছে।

 

Manual7 Ad Code

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শিগগিরই এই বিষয়ে শুনানি হতে পারে বলে’ও জানান তিনি।

 

Manual1 Ad Code

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ১৯ ও ২০ ধারার ভিত্তিতে এই আবেদন দাখিল করা হয়েছে।

Manual5 Ad Code

 

আবেদনে বলা হয়েছে, এই আইনের ১৯ ধারায় উল্লিখিত বিধিনিষেধের আওতায় যেসব অনুষ্ঠান রয়েছে তা সম্প্রচার বা সঞ্চালন করা যাবে না। দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রীয় নীতির পরিপন্থি অনুষ্ঠান, সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে উৎসাহিতকারী অনুষ্ঠান, এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি অমর্যাদা দেখানো অনুষ্ঠান সহ আরও একাধিক শর্ত রয়েছে এই ধারায়। এ ধারা অনুযায়ী,১৯৬৩ সালের সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট বা তার অধীন বিধি বা নীতিমালার পরিপন্থী অনুষ্ঠানেরও সম্প্রচার নিষিদ্ধ।

 

জনস্বার্থে কেবল টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম নিষিদ্ধকরণের ক্ষমতা সংক্রান্ত ২০ ধারায় বলা হয়েছে, সরকার যেকোনো স্থানে, যেকোনো সময়ে, জনস্বার্থে যেকোনো কেবল টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম সম্পূর্ণ বা আংশিকভাবে নিষিদ্ধ করতে পারবে।

Ad

Follow for More!