বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২২

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।
booked.net

Manual6 Ad Code

অনলাইন ডেস্কঃ- চলতি বিশ্বকাপে হট ফেবারিট আর্জেন্টিনা উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। আর্জেন্টিনার এই অসাধারণ নৈপুণ্যে সে দেশের মানুষদের চেয়েও যেন বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো। তাইতো বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সঙ্গে দেওয়া হয়েছে বাংলাদেশের কয়েকটি ছবি।

Manual8 Ad Code

দেশের প্রতিটি অঞ্চলে আর্জেন্টাইন সমর্থকরা বড় পর্দায় খেলা দেখার আয়োজন এবং সমর্থন ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ১৯ মিনিটে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটার হ্যান্ডল থেকে টুইট করা হয়েছে। আর্জেন্টিনার ফুটবলের অফিসিয়াল টুইটার আইডি ‘Seleccion Argentina’ বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। সেখানে তারা লিখেছে- ‘ধন্যবাদ আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য। তারাও আমাদের মতো পাগল সমর্থক।’

Manual4 Ad Code

উল্লেখ্য যে, ফিফা বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের ছবি সম্প্রতি টুইট করেছিলো।

ছবিঃ- বড় পর্দায় খেলা উপভোগ করছে বাংলাদেশের সমর্থকরা।

Manual6 Ad Code

Ad

Follow for More!