বরমচালে রেলের মালামাল চুরির সময় যুবক গ্রেপ্তার।

প্রকাশিত: ৬:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

বরমচালে রেলের মালামাল চুরির সময় যুবক গ্রেপ্তার।
booked.net

Manual4 Ad Code

 

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশনের গোডাউন থেকে প্রায় লাখ টাকার বিভিন্ন মালামাল চুরির সময় মো. আলাল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে রেলওয়ে থানা পুলিশ ও রেলের স্টাফদের যৌথ অভিযানে তাকে বরমচাল রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আলাল ওই এলাকার লেবু মিয়ার ছেলে। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।অভিযানের বিষয়টি টের পেয়ে আলালের সাথে থাকা তার তিন সহযোগী পালিয়ে যায়।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, চোরাই মালামাল সহ আটক ওই যুবকের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ উদ্ধার আইনে মামলা দায়ের করে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!