ফের ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল।

প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল।
booked.net

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলের সুদূর পশ্চিম প্রদেশের বাজুরা শহরে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। খবর কাঠমান্ডু পোস্টের।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, গতকাল বেলা ১টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ওই অঞ্চলের বিছায়া এলাকায়। তবে নেপালে গতকালের ভূমিকম্পে হতাহত হওয়ার কোনো ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি।

Manual3 Ad Code

এর আগে সর্বশেষ গত ২৪ জানুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাজুরা শহর। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৯। ভূমিকম্পের কেন্দ্র ছিলো সেখানকার মেলা শহরে। সে সময় ভূমিকম্পে একজনের মৃত্যু হয়।

Manual2 Ad Code

Ad

Follow for More!