ফের অনুশীলনে সাকিব।

প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

ফের অনুশীলনে সাকিব।
booked.net

Manual1 Ad Code

অনলাইন ডেস্কঃ- বিশ্বকাপের মধ্যেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে গতকাল বুধবার অনেক জলঘোলা হয়েছে। তবে সাকিব আশ্বস্ত করেন, শৈশবের কোচের কাছে ব্যাটিং ঝালিয়ে নিতেই ঢাকায় এসেছেন তিনি। সেই লক্ষ্যেই মিরপুরে অনুশীলন করেছেন সাকিব।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টানা দ্বিতীয় দিনের মত মিরপুর শেরে-ই বাংলার ইনডোরে সাকিব। সেখানেই আজ ফের অনুশীলনে নেমেছেন সাকিব আল হাসান। সকাল নয়টা সাত মিনিটে সাকিব মিরপুরের ইনডোরে প্রবেশ করেন। সেখানে তার ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ দলের এই অধিনায়ক।

Manual7 Ad Code

গতকাল বুধবার শুধু ব্যাটিং নিয়েই কাজ করেছেন। এদিকে অনুশীলন শেষে আজই সাকিবের ঢাকা ত্যাগের কথা রয়েছে।

Manual7 Ad Code

Ad

Follow for More!