ফিফা র‌্যাংকিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ।

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

ফিফা র‌্যাংকিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ।
booked.net
Manual7 Ad Code


গত মাসে কোনো ফিফা প্রীতি ম্যাচ খেলেনি বাংলাদেশ ফুটবল দল। ফলে ফিফা র‌্যাংকিংয়েও তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। আগের ১৮৬-তেই আছে। ১৮৫-তে বাংলাদেশের উপরে ভুটান।

সাফ দলগুলোর মধ্যে নেপাল ১৬৭, শ্রীলংকা ২০৪, মালদ্বীপ ১৫৭, ভারত ১০৪-তে আছে। শীর্ষে যথারীতি বেলজিয়াম। দ্বিতীয় স্থানে ব্রাজিল। চারে উঠে এসেছে আর্জেন্টিনা।

Manual8 Ad Code

আফ্রিকা নেশসন কাপ চ্যাম্পিয়ন সেনেগাল উঠে এসেছে ১৮-তে। ২৫ ধাপ এগিয়ে ১২৫-এ উন্নীত হয়েছে বাংলাদেশের সাবেক কোচ টম সেইন্টফিটের দল গাম্বিয়া।

Manual4 Ad Code

Ad

Follow for More!