ফরাসি প্রেসিডেন্টকে থাপ্পড় মারা যুবক পুলিশি জিম্মায়। যে শাস্তি হতে পারে।

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

ফরাসি প্রেসিডেন্টকে থাপ্পড় মারা  যুবক পুলিশি জিম্মায়। যে শাস্তি হতে পারে।
booked.net

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

অনলাইন ডেস্কঃ- জনসংযোগে গিয়ে এক যুবকের চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তার চড় খাওয়ার দৃশ্য দেখা গেছে। এরপর পরই নিরাপত্তা কর্মীরা ওই যুবক ও তার এক সহযোগীকে আটক করে।

Manual1 Ad Code

পুলিশের একটি সূত্র বলেছে, আটক যুবকের নাম ড্যামিয়েন ট্যারেল (২৮)। দক্ষিণ-পূর্ব সেন্ট-ভ্যালিয়ের শহরে বসবাস করেন তিনি। এই শহরে ট্যারেলের পরিচিতরা তাকে ঝামেলা সৃষ্টিকারী নন বলে বর্ণনা করেছেন।সরকারি কর্মকর্তাকে হেনস্থার অভিযোগে ট্যারেলের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে স্থানীয় একজন প্রসিকিউটর জানিয়েছেন। সূত্র বলছে, ট্যারেল এবং তার এক সহযোগী এখনো পুলিশি জিম্মায় আছেন। ফরাসি আইনে সরকারি কর্মকর্তাকে হেনস্থার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং ৪৫ হাজার ইউরো জরিমানার বিধান রয়েছে।

 

Manual3 Ad Code

আরো পডুনঃ পর্যটকদের জন্য পুরোপুরি উন্মুক্ত হচ্ছে থাইল্যান্ড।

গত সপ্তাহে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্স শহরের বাইরের টেইন-ই হারমিটেট এলাকায় স্থানীয় শিক্ষার্থী ও রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে করোনা ভাইরাস মহামারির লকডাউন প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন। সরকারি এই সফরের সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাত মেলানোর সময় উঁচু প্রতিবন্ধকতার বিপরীত দিক থেকে এক যুবকের দিকে প্রেসিডেন্ট হাত বাড়িয়ে দিলে ওই যুবক ম্যাক্রোঁর গালে স্বজোরে চড় মারেন। পরে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

Manual3 Ad Code

উল্লেখ্য যে, আগামী এক বছরের মধ্যে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এরকম দুঃখজনক ঘটনায় রাজনীতি বিদরা তীব্র নিন্দা জানিয়েছেন।

Ad

Follow for More!