চলে গেলেন বরেণ্য গীতিকার ফজল-এ-খোদা

প্রকাশিত: ৭:১৩ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২১

চলে গেলেন বরেণ্য গীতিকার ফজল-এ-খোদা
booked.net

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টঃ- ‘সালাম সালাম হাজার সালাম’ সহ বহু কালজয়ী গানের গীতিকার ফজল-এ-খোদা আর নেই। তিনি করোনা আক্রান্ত হয়ে আজ ৪ জুলাই ভোর চারটায় ঢাকায় একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স ছিলো ৮১।

Manual1 Ad Code

‘সালাম সালাম হাজার সালাম’ ছাড়াও তিনি ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’, ‘খোকন মণি রাগ করে না’ সহ বহু কালজয়ী গানের গীতিকার।

আরো পড়ুনঃ আমির খান ও কিরণ রাও এর বিচ্ছেদ।

Manual2 Ad Code

বাংলাদেশের শক্তিমান গীতিকার ফজল-এ-খোদা ছিলেন অত্যন্ত নির্লোভ ও সজ্জন। তার মৃত্যুতে সংস্কৃতি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে, করোনায় আক্রান্ত হয়ে তার স্ত্রী’ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Ad

Follow for More!