প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, মে ৮, ২০২২
আব্দুল কুদ্দুসঃ- প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রেমিকা। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমিকের পাঠানো সিএনজি অটোরিক্সায় দেখা করতে আসেন প্রেমিকা। সাথে ছিলেন আপন ছোটবোনও। সকালে বাড়ি থেকে বের হয়ে ঘুরাঘুরির একপর্যায়ে প্রেমিকা দূর্ঘটনায় কবলিত হন। বৈদ্যুতিক তারে পড়ে আগুনে ঝলসে যাওয়া প্রেমিকা সিপা বেগম (১৫) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার পর থেকে সাথে থাকা ছোটবোন ও দুই ছেলে (কথিত প্রেমিক) সিএনজি নিয়ে সটকে পড়েন।
দূর্ঘটনাটি ঘটে ৭ মে শনিবার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ভূমি অফিসের পেছনের একটি টিলা এলাকায়।স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা জামাল মিয়ার মেয়ে সিপা বেগম (১৫) এর সাথে মোবাইল ফোনে প্রেম হয় কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা জীবন (কথিত প্রেমিক) নামক ছেলের সাথে।
সেই সুবাদে প্রেমিকের পাঠানো সিএনজি অটোরিক্সায় জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরতে আসেন সিপা বেগম। দূর্ঘটনার পর সন্ধ্যায় কুলাউড়া থানা পুলিশের কাছে সিপার বাবা-মা জানান বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের সাথে তার ছোটবোন সহ আরও দুইজন ছেলে ছিলো।
জানা যায়, ভূমি অফিসের পেছনে উচু টিলার পাশ দিয়ে প্রবাহিত পল্লীবিদ্যুতের ১১ কেভি লাইনে বিকট শব্দ শুনেন স্থানীয়রা। তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। লাইনের নিচে এক মেয়ের গায়ে আগুন জ্বলছে দেখে স্থানীয় শিশুরা চিৎকার করলে আশপাশের মানুষজন ছুটে আসেন। তাৎক্ষণিক সিপা বেগমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। সিপা বেগমের গলা থেকে কোমর পর্যন্ত বিদ্যুতের আগুনে ঝলসে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ আহত সিপা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার্ড করলে বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সিপা বেগম।
তবে সিপা বেগমকে আনতে যাওয়া সিএনজি অটোরিক্সা ও তার বোন তানজিনা সহ প্রেমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনার মূল রহস্য জানা সম্ভব হয়নি।এদিকে খবর পেয়ে কুলাউড়া থানার এসআই মহসিন ঘটনাস্থলে যান। পরবর্তীতে তিনি কুলাউড়া হাসপাতালে গিয়ে সিপার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
পরবর্তীতে সিপার দেওয়া মোবাইল নাম্বার অনুসারে তার মা ও বাবাকে অবগত করার পর গতকাল সন্ধ্যায় তারা কুলাউড়া থানায় এসে জানান, সহপাঠীদের নিয়ে ঈদে ঘুরতে বাড়ি থেকে সিপা ও তার ছোটবোন (তানজিনা) সহ চারজন সিএনজি অটোরিক্সা যোগে বের হন। তারা এর বেশি কিছু জানেন না। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us