প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২
স্টাফ রিপোর্টঃ- জনপ্রিয় অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়া অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কুলাউড়ায় কর্মরত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সম্পন্ন হয়েছে মুক্ত আলোচনা। আলোচনা সভায় প্রিয়জনদের সরব উপস্থিতিতে ভালোবাসায় সিক্ত হয় অনলাইন পোর্টাল ‘প্রিয় কুলাউড়া’পরিবার।
১৩ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রিয় কুলাউড়া’র সম্পাদক এ কে এম জাবেরের সভাপতিত্বে ও সহ সম্পাদক নাজমুল বারী সোহেল এর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাংবাদিক আজিজুল ইসলাম, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম মোক্তাদির হোসেন, সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক ময়নুল হক পবন, প্রিয় কুলাউড়ার পরিচালক হেমন্ত চন্দ্র পাল, কুলাউড়া টাইমস টিভির সম্পাদক শহিদুল ইসলাম তনয়, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশওয়ারা, আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভির, কেবিসি নিউজের সিইও মাম হিমু, প্রিয় কুলাউড়ার পরিচালক সাঈদ খাঁন শাওন, ভয়েস অব কুলাউড়ার স্টাফ রিপোর্টার অনিক রহমান।
এ সময় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া ডাক’র স্টাফ রিপোর্টার তারেক হাসান, পূর্ব পশ্চিম প্রতিনিধি এম এ কাইয়ুম, ফটো সাংবাদিক জুয়েল দেব, কেবিসি নিউজের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন রিপন, অনুলিপি কুলাউড়া’র আশিকুল ইসলাম বাবু, প্রিয় কুলাউড়ার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জুয়েল, মাসুদ আহমেদ, ফাহিম ইকবাল চৌধুরী, ভয়েস অব কুলাউড়া’র স্টাফ রাহিম আহমদ মান্না, অনুলিপি কুলাউড়া’র সুমন আহমদ, দি লাইট মিডিয়ার আব্দুছ ছালিক,প্রমুখ।
অনুষ্ঠানে সীমান্তের ডাক, প্রিয় বাংলা, ভয়েস অব কুলাউড়া ও অনুলিপি কুলাউড়া’র পক্ষ থেকে প্রিয় কুলাউড়া সফলতার সাথে অষ্টম বর্ষে পদার্পণ করায় প্রিয় কুলাউড়ার সম্পাদক একে এম জাবের এর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও শুভ কামনা জানান।
প্রিয় কুলাউড়ার অন্যতম পরিচালক ফ্রান্স প্রবাসী ফয়েজ আহমেদ তপনের পৃষ্টপোষকতায় ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠান সম্পন্ন হয়।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us