প্রকাশ হলো ব্রিটিশ পুলিশের ভয়ঙ্কর যৌন হেনস্থা ও  ধর্ষণের ঘটনা!

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১

প্রকাশ হলো ব্রিটিশ পুলিশের ভয়ঙ্কর যৌন হেনস্থা ও  ধর্ষণের ঘটনা!
booked.net
Manual4 Ad Code

ডেস্কঃ  ব্রিটিনে এক নারী খুনের ঘটনা যেন ভীমরুলের চাকে ঢিল মারল! সারা এভেরার্ড নামে ওই নারী খুনের তদন্ত করতে গিয়ে সে দেশের পুলিশ সম্পর্কে ভয়ানক তথ্য প্রকাশ্যে এলো। অভিযোগ, ধর্ষণ, যৌন হেনস্থা, শিশু নিগ্রহের ঘটনায় জড়িত প্রায় দু’হাজার পুলিশ। 

Manual2 Ad Code

গত চার বছর ধরে তারা এই ধরনের অপরাধ করছেন বলে অভিযোগ। এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে গোটা যুক্তরাজ্যে। সারাকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে ওয়েন কুজেনস নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সেই ঘটনা পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তোলে সাধারণ মানুষকে। তদন্ত চলাকালীনই পুলিশের বহু কর্মকর্তার বিরুদ্ধে এমন অপরাধের ঘটনা এক এক করে উঠে আসতে শুরু করে।

Manual8 Ad Code

এদিকে তদন্ত এগোতেই এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের যে সংখ্যাটা উঠে আসে, তা দেখে আঁতকে ওঠেন তদন্তকারীরা। ফ্রিডম অব ইনফর্মেশন-এর তথ্য বলছে, ২০১৭ থেকে গত চার বছরের মধ্যে ৩৭০টি যৌন হেনস্থা, ১০০টি ধর্ষণ এবং ১৮টি শিশু নিগ্রহের ঘটনা ঘটেছে যার সব ক’টির সঙ্গেই জড়িত পুলিশকর্মীরা। প্রসঙ্গত, ২০১৭ সালে খুন হন সারা এভেরার্ড। সূত্র: ডেইলি মেইল।

Ad

Follow for More!