পৌর এলাকার মাগুরা থেকে জাল টাকা সহ ১জন আটক।

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

পৌর এলাকার মাগুরা থেকে জাল টাকা সহ ১জন আটক।
booked.net
Manual6 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়ায় জাল টাকা উদ্ধার সহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আব্দুল মনাফের পুত্র কামরুল ইসলাম (২৬)। সে কুলাউড়া পৌর এলাকার মাগুরায় একটি ভাড়া বাসায় থাকত।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরায় আব্দুর রহমানের বাগান বাড়ির ভাড়াটিয়া রাসেল মিয়ার ঘরে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে কামরুল ইসলামকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সহযোগী মনসুর এলাকার ছাতির মিয়ার পুত্র রাসেল মিয়া।

Manual7 Ad Code

অভিযানে আটককৃত কামরুল ইসলামের কাছ থেকে ১০০০ টাকার ৫টি ও ৫০০ টাকার ১টি জাল নোট সহ সর্বমোট সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত কামরুল ইসলাম ও পলাতক রাসেল মিয়া জাল টাকার নোট আসল টাকার নোট হিসাবে এলাকার বাজারের বিভিন্ন দোকানদার এবং সহজ সরল জনগনের মধ্যে আদান প্রদান করতেন ।

Manual1 Ad Code

এমন সংবাদের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কুলাউড়া থানার এসআই মো. শাহ আলম, এএসআই আবু আহমেদ সুজন সহ অন্যান্যরা। আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায় বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Ad

Follow for More!