শহর প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী ? কে পাচ্ছেন ধানের শীষ? এ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা আলাপ-আলোচনা শুরু হয়েছে।
কুলাউড়া বিএনপির নীতিনির্ধারক রা প্রকাশ্যে কিছু না বললেও, সিনিয়র নেতারা দলীয় (ধানের শীষ) প্রার্থিতা নিয়ে নিজেদের মধ্যে নীরব আলোচনা করছেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এ ক্ষেত্রে দলের পছন্দের শীর্ষে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল। যদিও বা ভোট যুদ্ধের হিসেবে খোদ কানাঘুষা রয়েছে তার ক্ষেত্রে।
দলের আরেক অংশ বলছে যদি কুলাউড়া পৌরসভার সিট টি কব্জা করতে হয়, তাহলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমেদ জুনেদ এর বিকল্প নেই। তবে সরেজমিনে মাঠ ঘুরে জুনেদ ও সজল ছাড়া বিএনপির প্রার্থী হিসেবে আর কারো নাম আসেনি। কুলাউড়া বিএনপির সিনিয়র এক নেতার কাছ থেকে জানা যায়, মেয়র পদে দলীয় (ধানের শীষ) প্রার্থী বাছাই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি আশা করছেন কিছুদিনের মধ্যেই কেন্দ্র ও জেলার নির্দেশে আনুষ্ঠানিক ভাবে এ নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা শুরু হবে।
তাছাড়া এ মুহুর্তে সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের নাম বিএনপির তালিকায় আছে বলে জানিয়েছে এই নির্ভরযোগ্য সুত্র।
অরো সংবাদঃ
Leave a Reply