স্টাফ রিপোর্টঃ- ১৬ জানুয়ারি বহু প্রতীক্ষিত কুলাউড়া পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচনে মেয়র পদে দেশের দুই বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র সহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাত পোহালে কার দখলে যাচ্ছে পৌরভবনের দায়িত্ব? এমন প্রশ্নে এবং চার প্রার্থীর সকলকেই আমলে নিয়ে চায়ের টেবিল সহ সর্বত্র মহলে আলোচনার পাশাপাশি শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে আগামী কাল পর্যন্ত। আর তাই করছেন নগরবাসী।
কুলাউড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা- ২০ হাজার ৭৩৭ জন। পুরুষ ভোটার ১০ হাজার ২৬৫ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৪৭২ জন।
পৌর নির্বাচনের ভোট কেন্দ্র গুলো-
১নং ওয়ার্ডঃ- ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজ (বিহালা, সাদেকপুর ও সোনাপুর)।
২নং ওয়ার্ডঃ– পৌর বালিকা বিদ্যালয় (কুলাউড়া গ্রাম আংশিক, দেখিয়ারপুর আংশিক, পরিনগর ও বিছরাকান্দি)
৩নং ওয়ার্ডঃ– রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তরবাজার)।
৪নং ওয়ার্ডঃ- আনন্দ বিদ্যাপিঠ (মাগুরা)।
৫নং ওয়ার্ডঃ- কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় (উছলাপাড়া আংশিক, দক্ষিণবাজার ও দক্ষিণ রেলওয়ে কলোনী)।
৬নং ওয়ার্ডঃ- জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় (জয়পাশা আংশিক)।
৭নং ওয়ার্ডঃ– আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয় (আলালপুর, কাছিমনগর, জয়পাশা, দতরমুড়ি ও লস্করপুর)।
৮নং ওয়ার্ডঃ-নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (উছলাপাড়া, কাছুরকাপন, চাতলগাঁও, বাদে মনসুর)।
৯নং ওয়ার্ডঃ- লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (চানপুর, জগন্নাথপুর, মমরেজপুর ও লস্করপুর আংশিক)।
০৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন সহ মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Leave a Reply