পৃথিমপাশায় র‍্যাবের অভিযানে পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার।

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

পৃথিমপাশায় র‍্যাবের অভিযানে পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার।
booked.net
Manual6 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায়  র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাব) এর অভিযানে দুইটি পাইপগান সহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকয়িা গ্রামে হানিফ মিয়ার ঘর থেকে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল সোমবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে পাইপগান সহ এই দেশীয় অস্ত্র উদ্ধার করে।

Manual5 Ad Code

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  পৃথিমপাশার গণকিয়া গ্রামে হানিফ মিয়ার (৪০) ঘরে অভিযান চালায় তারা। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরী পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র দা, ১টি চায়নিজ কুড়াল,  ২৩টি সুচালে লোহার ফলাকা যুক্ত ধনুকের তীর উদ্ধার করা হয়। তবে  অভিযানের সময় হানিফ মিয়া বাড়িতে না থাকায় তাকে আটক করতে পারেনি র‍্যাব।

ছবি- ইন্টারনেট।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!