পৃথিমপাশায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর।

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৪

পৃথিমপাশায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর।
booked.net

Manual3 Ad Code

আব্দুল কুদ্দুস:-কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকেলে ৪টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের রাজার দীঘির পাড়ে দীঘি থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলেন, পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা (৭) ও মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা (৬)। সম্পর্কে তারা চাচাতো দুই বোন।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পৃথিমপাশা ইউনিয়নের দেউগাঁও গ্রামে প্রতিবেশী এক বাড়িতে শিরনীতে যায় নাবিলা ও তাসলিমা। বিকেলে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসলেও নাবিলা ও তাসলিমা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে রাজার দিঘীতে দুইজনের মরদেহ পাওয়া যায়।

 

নিহতদের আত্মীয় ও স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বলেন, প্রতিবেশী এক বাড়িতে শিরনী খেয়ে ফেরার পথে ওই দুই শিশু দিঘীতে পড়ে মারা যায়। স্বজনরা সন্ধ্যায় তাদের উদ্ধার করে স্থানীয় রবিরবাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন ওই দুই শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

Manual8 Ad Code

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা বলেন, দুই শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে।

Manual5 Ad Code

ছবি:- নিহত শিশুদের মরদেহ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!