পারাবত ট্রেন কেড়ে নিল মুকুল মালাকার এর প্রাণ।

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

পারাবত ট্রেন কেড়ে নিল মুকুল মালাকার এর  প্রাণ।
booked.net

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মুকুল মালাকার (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মুকুল মালাকার উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে তিনি হাওরে গরু চরাতে যান। দুপুরে ক্লান্ত হয়ে রেল লাইনের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন।

ধারনা করা হচ্ছে এ সময় তিনি ঘুমিয়ে পড়েন। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেন গুপ্তগ্রাম এলাকায় পৌঁছলে তাকে ধাক্কা দেয়। তার অবস্থা তখন আশঙ্কাজনক ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম। তিনি জানান, বিকেলে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ছবিঃ- মুকুল মালাকার।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!