নেইমার ও তার বান্ধবী ব্রুনা’র ঘরে আসছে নতুন অতিথি।

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

নেইমার ও তার বান্ধবী ব্রুনা’র ঘরে আসছে নতুন অতিথি।
booked.net

অনলাইন ডেস্কঃ- ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির ঘরে আসছে নতুন অতিথি। তাদের ঘরে সন্তান আসছে- এ সুখবর তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যৌথভাবে প্রকাশ করেছেন।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন নেইমার। ডেভি লুকা নামে তার ১২ বর্ষী ছেলে রয়েছে। সাবেক প্রেমিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ক্যারোলিনা দান্তাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পিএসজির স্ট্রাইকার প্রথমবার বাবা হয়েছিলেন।

বুধবার ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে ব্রুনার বেবিবাম্প স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। নেইমার তার বান্ধবীকে মিষ্টিভাবে জড়িয়ে ধরে তার পেটে চুমু খাওয়ার ছবিও আপলোড করা হয়েছে। তবে সন্তান ছেলে না মেয়ে সন্তান আসছে, তা জানানো হয়নি।

ছবির সঙ্গে ক্যাপশনে মা হতে যাওয়ার সুখবরটি জানিয়ে ব্রুনা লিখেছেন, ‘আমরা তোমাকে নিয়ে জীবনের স্বপ্ন দেখি। আমরা তোমার আগমন উপলক্ষে পরিকল্পনা করছি। জানি যে তুমি আমাদের ভালোবাসাকে পূর্ণ করতে আসছ, আমাদের দিনগুলোকে আরও সুখী করুন।’

‘তুমি একটি সুন্দর পরিবারে যোগ হতে যাচ্ছ। একজন ভাই, দাদা-দাদী, চাচা এবং খালাদের এখন থেকেই তোমাকে খুব ভালোবাসে! দ্রুত চলে এসো। আমরা তোমার জন্য অপেক্ষা করছি!’

নেইমার এবং ব্রুনা ২০২১ সালে সম্পর্কে জড়ান। ২০২২ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে তাদের সম্পর্কের কথা সবাই জানতে পারেন। ওই বছরের আগস্টে তাদের সম্পর্ক ভেঙে যায়।

তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নেইমারের ৩১তম জন্মদিনের পার্টিতে ব্রুনা হাজির হন। তাতেই সবাই জানতে পারেন, তারা আবারো সম্পর্কে জড়িয়েছেন। ব্রাজিলিয়ান তারকার জন্মদিনে নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ব্রুনা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন প্রিয়তম।’

Ad

Follow for More!