নিজের ফোনালাপ নিয়ে মুখ খুললেন ইমন।

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২১

নিজের ফোনালাপ নিয়ে মুখ খুললেন ইমন।
booked.net
Manual4 Ad Code

ডেস্কঃ- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশেষ একটি ফোনালাপ। এতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আপত্তিকর ভাষায় বিভিন্ন প্রস্তাব দিতে শোনা যায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের। এমনকি মাহিকে তুলে এনে ধর্ষণের হুমকিও দিয়েছেন তিনি!

Manual3 Ad Code

ফোনালাপে আরও শোনা গেছে চিত্রনায়ক ইমনের কণ্ঠ। মূলত ডা. মুরাদ ইমনকে ফোন করেছেন এবং পরে মাহির সাথে কথা বলেছেন। ফোনালাপটি নিয়ে এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শোবিজ কর্মীদের মধ্যে।

Manual2 Ad Code

ভাইরাল সেই ফোনালাপ প্রসঙ্গে মুখ খুলেছেন চিত্রনায়ক ইমন। অডিওটি সঠিক বলে গণমাধ্যমে তা তিনি নিশ্চিত করেছেন। ইমন বলেন, ‘যা শুনেছেন তাই। এটি আসলে বছরখানেক আগের ঘটনা। একটি সিনেমার মহরত অনুষ্ঠানের আগের রাতে প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। বাকিটা তো আপনারা শুনেছেনই।’

কোন সিনেমার মহরত? উত্তরে ইমন বলেন,’আমরা তখন ‘ব্লাড’ সিনেমার প্রস্তুতিতে ছিলাম। বনানীতে পরিচালক ওয়াজেদ আলী সুমন ভাই ছিলেন। তখনই উনি (ডা. মুরাদ) ফোন করেছেন। আমি আসলে প্রতিমন্ত্রীকে সামাল দেওয়ার চেষ্টা করছিলাম। আমি কিন্তু বলেছি, ‘হ্যাঁ, ভাই আসছি। দেখছি ভাই।’

এ ন্যক্কারজনক ঘটনায় ইমনের দিকে আঙ্গুল তুলেছেন অনেকে। এ প্রসঙ্গে চিত্রনায়ক ইমন বলেন, ‘আমি মাহিকে নিয়ে গেছি এমন কোনো কথা কিন্তু নাই। মাহির সঙ্গে প্রতিমন্ত্রীর কী কথা হয়েছে সেটা আমি তখনও জানতাম না। আজকে শুনলাম। মন্ত্রী চাওয়ার পর আমি মাহিকে ফোন দিয়ে সুমন ভাইয়ের সাথে স্ক্রিপ্ট নিয়ে কথা বলা শুরু করি। আমি শুধু উনাকে (প্রতিমন্ত্রী) সামাল দেওয়ার চেষ্টা করেছি।’

Manual3 Ad Code

বনানীতে মিটিং শেষ করে যার যার মতো করে বাসায় চলে গেছেন বলে জানান ইমন। তার ভাষায়, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী যেকোনো শিল্পীকে ফোন দিতেই পারেন। তবে অবশ্যই এমন আচরণ গ্রহণযোগ্য নয়। বিষয়টি মাহি এবং আমার জন্য বিব্রতকর।

মাহিয়া মাহি তার স্বামী রকিব সরকারকে নিয়ে বর্তমানে সৌদি আরবে আছেন। ওমরাহ করতে সেখানে গিয়েছেন তিনি। তাই এই মুহূর্তে তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না।

Manual8 Ad Code

Ad

Follow for More!