নিখোঁজের ১৮ ঘন্টা পর হাওর থেকে মাছ শিকারীর ভাসমান লাশ উদ্ধার।

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২২

নিখোঁজের ১৮ ঘন্টা পর হাওর থেকে মাছ শিকারীর ভাসমান লাশ উদ্ধার।
booked.net

 

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর থেকে নিখোঁজ হবার প্রায় ১৮ ঘন্টা পর ভাসমান অবস্থায় বাবুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নৌকাযোগে স্থানীয় লোকজন খোঁজাখুজির একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পান। 

বাবুল উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা। এর আগে তিনি বুধবার (১৩ জুলাই) বিকেলে হাকালুকি হাওরের বরমচাল অংশের বড়ছড়ায় নৌকাযোগে মাছ ধরতে যান। এসময় তার সাথে একই গ্রামের বাসিন্দা আজিজুর রহমান ছিলেন। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

আজিজুর রহমানকে জীবিত পাওয়া গেলেও দীর্ঘ রাত পর্যন্ত অন্তত ২০টি নৌকা নিয়ে খোঁজাখুজি করেও বাবুল মিয়াকে পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালের দিকে সিলেট থেকে ডুবুরির দল নিয়ে আসা হয়। ডুবুরির দল ও স্থানীয়রা খোঁজাখুজির একপর্যায়ে দুপুর প্রায় ১২টার দিকে হাওরের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজনই বাবুল মিয়ার লাশ দেখতে পেয়ে ডুবুরি দল সহ স্থানীয়রা লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!