নিউইয়র্কে ইসরায়েল ও ফিলিস্তিন সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ২৭ জন আটক।

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মে ২২, ২০২১

নিউইয়র্কে ইসরায়েল ও ফিলিস্তিন সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ২৭ জন আটক।
booked.net

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ- ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা কে কেন্দ্র করে নিউইয়র্কে রকফেলার সেন্টারের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৭ জনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গত বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ম্যানহ্যাটনের রকফেলার সেন্টারের সামনে উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে আহত একজন নারী সহ মোট দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Manual5 Ad Code

পুলিশ বলছে,বেআইনি কার্যক্রম পরিচালনা ও অবৈধ সমাবেশের অভিযোগ আমলে এনে এবং ভিডিও চিত্র দেখে এই ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এর নিন্দা জানিয়েছেন শহরের মেয়র বিল ডে ব্লাসিওসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা সহিংস কর্মকাণ্ড থেকে সকল কে বিরত থাকার আহ্বান জানান। তাছাড়া এই সংঘর্ষের সঙ্গে জড়িত আরও পাঁচ থেকে ছয় জনকে খুঁজছে আইন শৃংখলা বাহিনী।

এক টুইটবার্তায় বিল ডে ব্লাসিও বলেন, “আমাদের শহরে জাতিবিদ্বেষীদের জায়গা নেই। শুধু নাম-পরিচয়ের কারণে কারো বিরুদ্ধে সহিংসতা চালানো বরদাস্ত করা হবে না। এই জঘন্য হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের আমরা বিচারের মুখোমুখি করব।”

আরো পড়ুনঃ ইসরায়েল-হামাস অস্ত্রবিরতি। আল্লাহকে ধন্যবাদ জানিয়ে ফিলিস্তিনিদের বিজয় মিছিল।

ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের ঘটনায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ নিউইয়র্কে জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। বেশিরভাগ সমাবেশ গুলোতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা ও অবৈধ দখল দারিত্বের নিন্দা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার কড়া সমালোচনা করা হয়।

Manual4 Ad Code

পুলিশ গণমাধ্যমে জানায়, সংঘর্ষের সময় আতশবাজি পোড়ানো হয়েছে এবং একটি বাজির আঘাতে ৫৫ বছরের এক নারীর দেহের কিছুটা পুড়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া বেশ কয়েকজন স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট জন শুক্রবারের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

Manual1 Ad Code

Ad

Follow for More!