নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য করা মানবধর্ম- নাদেল।

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য করা মানবধর্ম- নাদেল।
booked.net
Manual6 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন- করোনার কালো থাবা আর অভাবের কারণে ছিন্নমূল ও অসহায় মানুষের পক্ষে আলাদাভাবে শীতের কাপড় কেনা দুঃসাধ্য হয়ে পড়ছে। দিনমজুর, সাধারণ কর্মজীবী এবং ছিন্নমূল মানুষের জীবনযাত্রা কষ্টকর হচ্ছে। প্রচন্ড ঠান্ডায়  কাজে যোগ দিতে দুর্ভোগে পড়ছেন খেটে খাওয়া মানুষও। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে হতদরিদ্রদের কষ্ট হচ্ছে বেশি। তিনি বলেন- সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের দূর্দশাগ্রস্থ এসব মানুষের পাশে দাঁড়াতে হবে। কেননা নিঃস্বার্থভাবে বিপদগ্রস্থ মানুষের সাহায্য ও সেবা করা মানবধর্ম। এ জন্য বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত।

Manual5 Ad Code

শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল (২ জানুয়ারি) বেলা ১১টায় কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের নিজ বাড়িতে উপজেলার ৭টি ইউনিয়নে ছিন্নমূল ও অসহায় মানুষদের জন্য নিজ উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণকালে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আকবর আলী সোহাগ, লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনু মিয়া তালুকদার, কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী, জয়চন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ ও হাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোহিত, প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী ছাড়াও উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!