নায়ক আলমগীরের মৃত্যুর গুজব! ক্ষোভ প্রকাশ করলেন  কণ্ঠশিল্পী আখি।

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

নায়ক আলমগীরের মৃত্যুর গুজব! ক্ষোভ প্রকাশ করলেন  কণ্ঠশিল্পী আখি।
booked.net

ডেস্ক নিউজঃ- বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত শেষে আকস্মিকভাবে খবর ছড়াতে থাকে, নায়ক আলমগীর আর নেই। বেশ কিছু আইডি ও পেইজে পোস্ট দিয়ে এ অভিনেতা মারা গেছেন বলে দাবি করা হয়। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে
খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। তিনি বাসাতেই রয়েছেন। যা ছড়িয়েছে তার পুরোটাই গুজব।

জানা যায় , কালজয়ী এই অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায়ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন।

নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোতে ক্ষুব্ধ ও আহত হয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন। তাছাড়া ক্ষোভ প্রকাশ করে এই কণ্ঠশিল্পী বলেন, মানুষের এমন আচরণ দেখে আমরা খুবই ব্যথিত। 

উল্লেখ্য যে, নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়ক আলমগীর সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন।

Ad

Follow for More!