নারী ফুটবলের আকাশে দুর্যোগের ঘনঘটা। বাফুফের ক্যাম্প ছাড়লেন আঁখি।

প্রকাশিত: ৬:৫৬ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৩

নারী ফুটবলের আকাশে দুর্যোগের ঘনঘটা। বাফুফের ক্যাম্প ছাড়লেন আঁখি।
booked.net

 

ক্রীড়া ডেস্কঃ- বাংলাদেশের নারী ফুটবলের আকাশে দুর্যোগের ঘনঘটা। একের পর এক সাফজয়ী নারী ফুটবলাররা ছাড়ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্প। সাফজয়ী আনুচিং মগিনি আর সাজেদা খাতুন ক্যাম্প থেকে বাদ পড়ে বিদায় জানিয়েছিলেন ফুটবলকে। এরপর শুক্রবার ( ২৬ মে) এক ফেসবুক পোস্টে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন সিরাত জাহান স্বপ্না। এবার বাফুফে ক্যাম্প ছাড়লেন সাফজয়ী আঁখি খাতুন।

মায়ের অসুস্থতার কথা জানিয়ে নিজের সিরাজগঞ্জের বাড়িতে গেছেন আঁখি। মা সুস্থ হলে ক্যাম্পে যোগ দিবেন বলে জানিয়েছেন এই নারী ফুটবলার। তবে কবে যোগ দিবেন, তা বলে যাননি আঁখি।

আখির ক্যাম্প ছাড়া প্রসঙ্গে বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আঁখি শুধু বলেছে, তার মাকে দেখাশোনার কেউ নেই। এ কারণে সে বাড়ি গেছে। কবে মা সুস্থ হবে, সে জানে না। তাই এখন ক্যাম্পে থাকতে পারছে না। তবে সে বলে গেছে ফুটবল খেলবে।’

ছবিঃ- আঁখি খাতুন।

 

 

Ad

Follow for More!