নাদেলকে সংবর্ধনা দিচ্ছে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ।

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

নাদেলকে সংবর্ধনা দিচ্ছে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ।
booked.net

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টঃ- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পুনরায় নির্বাচিত হওয়ায় শফিউল আলম চৌধুরী নাদেল কে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আগামী ১৭ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় কুলাউড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত ব্যক্তি শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সংবর্ধনা অনুষ্ঠান কে ঘিরে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের দাওয়াত পত্র আওয়ামী লীগের উপজেলা কমিটি, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখা এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বিলি করা হয়েছে। তাছাড়া অনুষ্ঠানে ব্যাপক লোক সমাগমের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সরব প্রচারনা।

Manual8 Ad Code

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক জানান,শফিউল আলম চৌধুরী নাদেল পুনরায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি ১৭ জানুয়ারি তাঁকে (শফিউল আলম চৌধুরী নাদেল) সংবর্ধনা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠান ঘিরে নেতা-কর্মীরাও উজ্জিবিত রয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করি সংবর্ধনা অনুষ্ঠানটি গণ সংবর্ধনায় রূপ নিবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!