নবীন শক্তি মুক্ত স্কাউট কুলাউড়া’র কমিটি গঠন।

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ২১, ২০২৪

নবীন শক্তি মুক্ত স্কাউট কুলাউড়া’র কমিটি গঠন।
booked.net

Manual2 Ad Code

স্টাফ রিপোর্ট:- নবীন শক্তি মুক্ত স্কাউট দল কুলাউড়া‘র ২০২৪-২০২৭ বর্ষের ৩ বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মুনতাসির আহমদ অয়ন, সহ-সভাপতি তারেকুল ইসলাম রাব্বি, কলি রাণী মল্লিক, শান্তা মামুন রিয়া, রাগিব শাহরিয়ার মাহি, নাঈম হোসেন সাকিব, সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, যুগ্ম সম্পাদক রেজবিন আক্তার, তানজিনা আক্তার তানিয়া, আরমান মিয়া ও কোষাধ্যক্ষ হিসেবে মোজাহিদুল ইসলাম মিয়াদ মনোনীত হয়েছেন।

 

কার্যকরি কমিটির সদস্য- তাহেরা চৌধুরী, তানজিনা আক্তার, আলো ইসলাম ছাইম, আব্দুল ওয়াজেদ শাকিল, অপু মিয়া, কাকলী বেগম, মারুফা খানম শাম্মী, রেদওয়ানুল হক রাদিন, সাদিকা খানম লাভলী, শিমলা আক্তার, তানজিনা আক্তার, আবু সাঈদ, আশরাফুজ্জামান রিফাত, রাধেশ্যাম রায় রাজন, আবু সাঈদ লাবীব, মাইশা আক্তার চাঁদনী, সাদিয়া আক্তার, সানজিদা উসমান এলি, তানিয়া আক্তার তান্নী, ছামিয়া বেগম, খালেদা আক্তার, আমেনা আক্তার, আফজল মিয়া, শিউলি আক্তার, তানিয়া আক্তার, আকিবুর রহমান, আকিব, সৈকত জামান, সাইফ হোসেন, সূচনা আক্তার, স্নেহা রায়।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

প্রবাসী উপদেষ্টা বৃন্দ- শফিকুর রহমান জায়েদ, সাবেক সভাপতি (কানাডা প্রবাসী), হোসাইন আহমদ, প্রতিষ্ঠাতা সম্পাদক (আমেরিকা প্রবাসী), আবু নাসের তানজিম, পিএস সাবেক সভাপতি (যুক্তরাজ্য প্রবাসী), আজহার মুনীম সাফিন সাবেক সভাপতি (যুক্তরাজ্য প্রবাসী), কামরুল ইসলাম (কাতার প্রবাসী)।

 

উল্লেখ্য, গত ২০ জুন দুপুর ২টার সময় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট ডেনে  নবীন শক্তি মুক্ত স্কাউট দলের উপদেষ্টা কমিটির জরুরি সভায় এই নতুন কমিটি গঠন করা হয়।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!