প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১
আব্দুল কুদ্দুসঃ- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন-‘একজন মানুষের মাঝে যেসব গুণাবলী থাকা দরকার, বঙ্গবন্ধুর মাঝে তার সবগুলোই ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজও আমাদের মাঝে উজ্জল। তিনি ছিলেন মহৎ গুণের অধিকারী। ক্ষমা, দয়া ও দানশীলতা ছিল তাঁর অন্যতম মহৎ গুণ।’
শফিউল আলম চৌধুরী নাদেল বুধবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কুলাউড়া পৌরসভা হলরুমে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে গাছের চারা বিতরণের অংশ হিসেবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শফিউল আলম নাদেল আরো বলেন- বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের একজন সফল স্বপ্নদ্রষ্টা, ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির পিতা। নীতির ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন।
জাতির পিতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে বাঙালির সত্তাকে হত্যার চেষ্টা হয়েছে। জাতির পিতাকে হত্যা করে স্বাধীনতাবিরোধী, কুচক্রী-যড়যন্ত্রকারীদের সেই অভিলাষ পূরণ হয়নি। তিনি বলেন- বঙ্গবন্ধুর হত্যাকান্ড বাঙালি জাতির হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। কিন্তু মুজিবের আদর্শ ও
চেতনাকে বাঙালিরা এক মুহূর্তের জন্যও ভুলে যায়নি।
অনুষ্ঠান শেষে তিনি পৌরসভায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা এবং সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এসএসভিজি প্রকল্পের আওতায় ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত ৫ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলী, সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, উপজেলা আওয়ামীলীগ নেতা অরবিন্দু ঘোষ বিন্দু, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ রহমান আতিক ও নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।
কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তুহিনুর জামান ইয়াকুবের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. সাইফুল ইসলাম সিদ্দিকী,প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us