দেশে কোন সাম্প্রদায়িকতা সৃষ্টি করা যাবে না- নাদেল।

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪

দেশে কোন সাম্প্রদায়িকতা সৃষ্টি করা যাবে না- নাদেল।
booked.net

Manual6 Ad Code

নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, কোন ধর্মেই হিংসার কথা বলা হয়নি। সকল ধর্ম অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে কথা বলে। এদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে। শান্তিপ্রিয় দেশে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরাও তাদের ধর্মীয় অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশে পালন করেন, আনন্দে মেতে উঠেন। গতকাল রবিবার বেলা ২টায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কুলাউড়ার রঙ্গীরকুল বিদ্যাশ্রমে ইসকন আয়োজিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠান এবং পুশাইনগর গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

নাদেল বলেন, আমাদের সংবিধানে সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে কোন শব্দ নেই। আমরা সবাই মানুষ। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। আমরা এদেশে কোন সাম্প্রদায়িকতা চাই না।

 

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে দিন-রাত কাজ করে যাচ্ছেন।

 

পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমান,পুলিশ সুপার মোঃ মঞ্জুর রহমান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রমুখ।

 

পরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই শ্রী চন্দর শেখর কৌলাস্থ সংসদ সদস্যের বাড়িতে মধ্যাহ্ন ভোজে মিলিত হন।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি শ্রী মানস কুমার মুস্তাফি, প্রমুখ।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

ছবিঃ- বক্তব্য রাখছেন শফিউল আলম চৌধুরী নাদেল এম. পি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!