দীর্ঘ ১৫ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের।

প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

দীর্ঘ ১৫ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের।
booked.net

Manual4 Ad Code

অনলাইন ডেস্কঃ- সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে সম্ভাবনায় নিজেদের এগিয়ে রেখেছিল নেদারল্যান্ড। এমনও বলেছে এই ম্যাচ জিতলে অঘটন হবে না! কিন্তু ২২ গজের লড়াই তো আর কথা দিয়ে জেতা যায় না। বরং প্রতিপক্ষকে শুরুতেই চেপে ধরে প্রথম ম্যাচ ৯ রানে জিতেছে সাকিব আল হাসানের দল। এই নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ ১৫ বছরের জয়ে খরাও কাটলো বাংলাদেশের।

Manual7 Ad Code

১৪৫ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশের জয়ের মূল কারিগরই ছিলেন পেসার তাসকিন আহমেদ। প্রথম দুই বলে দুই উইকেট তুলে চাপে ফেলে দেন ডাচদের। সেই চাপের কাছে মাথা নত করে রান আউটে পড়েছে আরও দুই উইকেট। তাতে ১৫ রানের মাঝে ৪ উইকেট পড়েছে। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ও কলিন অ্যাকারম্যান ৪৪ রানের জুটিতে ইনিংস মেরামত করলেও লাভ হয়নি তাতে। পরে অ্যাকারম্যান তো লড়াকু এক ফিফটিতে চেষ্টা করে গেছেন। ৪৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রান করা এই ব্যাটারকে দলীয় ১০১ রানে থামিয়েছেন তাসকিন। এর পরেও লড়াই চালিয়ে গেছে ডাচ দল। যেখানে শুরুর ধাক্কায় আরও আগেই বাংলাদেশের জয়ের কথা। সেখানে শেষটায় দুর্দান্ত ব্যাটিং করে ব্যবধান কমাতে অবদান রাখেন পল ফন মিকারেন। তার ১৪ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস নেদারল্যান্ডকে ১৩৫ রান পর্যন্ত নিয়ে গেছে! শেষ বলে তার উইকেট নিয়ে নেদারল্যান্ডকে অলআউট করেছেন সৌম্য সরকার।

Manual5 Ad Code

Ad

Follow for More!