দিনব্যাপী কুলাউড়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

দিনব্যাপী কুলাউড়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী
booked.net

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের মতো কুলাউড়াতেও দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের ৩ ঘণ্টা পর প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

Manual6 Ad Code

শনিবার (২ জুন) দুপুর দুইটার দিকে পৌর শহরের নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রদর্শনীর কার্যক্রম শুরু হয়।

আরো পড়ুনঃ বরমচালে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ আহমদ সলমান।দিনব্যাপী

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া পোল্ট্রি এসোসিয়শনের সভাপতি নওয়াব আলী ওয়াজেদ খান বাবু, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. গোলাম মোহাম্মদ মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুলাউড়া ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সদস্য মিনহাজ উদ্দিন আজাদ।

Manual7 Ad Code

Manual7 Ad Code

প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণী এবং মৎস সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।দিনব্যাপী প্রদর্শনীতে মোট ২৫টি স্টল অংশ নেয়। উপজেলা পর্যায়ের ডেইরী ও পোল্ট্রি খামারীরা তাঁদের খামারের প্রাণী এবং উৎপাদিত পণ্য নিয়ে প্রদর্শনীতে অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী স্টলসমুহকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

Manual3 Ad Code

এসময় কুলাউড়া ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি এএন আলম ও সাংগঠনিক সম্পাদক আশীষ পাল তাঁদের বক্তব্যে জানান, ডেইরী ফার্মের খামারীরা তাঁদের খামারে সংগৃহীত দুধ বাজারজাতে নানা সংকটে পড়েন। অনেক সময় সংগৃহীত দুধ বিক্রির অভাবে নষ্ট হয়ে যায়। তাই গুরুত্বসহকারে খামার থেকে সংগৃহীত দুধ ও পোল্ট্রি খামারের ডিম এবং মাংস বাজারজাতকরণে বিশেষ সহযোগিতা করার দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!