প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২২
অনলাইন ডেস্কঃ- আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপের পুনর্মঞ্চায়নের লক্ষ্য বাবর আজমদের। নানা চড়াই-উতরাই পেরিয়ে শীর্ষ চারে আসায় স্বপ্নবাজ তারা। অন্যদিকে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের নিয়ে সতর্ক নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এ যেন ৩০ বছর আগের অকল্যান্ডের সেই সেমিফাইনাল এর পুনরাবৃত্তি। মার্টিন ক্রোর দলকে ৪ উইকেটে হারিয়ে ১৯৯২ সালের বিশ্বকাপের ফাইনালে উঠে যায় পাকিস্তান। সেবারও ইমরানের দলটা ধুঁকতে ধুঁকতে শিরোপার মঞ্চে উঠেই বাজিমাত করেছিল। তিন দশক পর আবারও কি হবে সে ঘটনার পুনর্মঞ্চায়ন? এবারও যে একই পথে শীর্ষ চারে উঠেছে পাকিস্তান। প্রতিপক্ষ নিউজিল্যান্ড সে আসরের মত এবারও দাপটের সঙ্গেই পা রেখেছে সেমির মঞ্চে।
কে জিতবে এই ম্যাচ? নিউজিল্যান্ড না পাকিস্তান? বাবর আজমদের মেন্টর ম্যাথিউ হেইডন অবশ্য শেষমুহূর্ত পর্যন্ত লড়াইয়ের হুংকার দিয়েই রেখেছেন। হেইডেন বলেন, পাকিস্তান দল এখন প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠেছে। নেদারল্যান্ডসের জন্যই আমরা এখানে এসেছি। এখন আমরা শক্তিশালী দল। এটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। নিউজিল্যান্ডকে সমীহ করছি। বাবর-রিজওয়ানকে নিয়ে চিন্তার কিছু নেই।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও স্বাগতিকদের হারিয়ে শিরোপা জয় করেছিল পাকিস্তান। খাদের কিনারা থেকে শীর্ষ চারে পৌঁছে যাওয়ায় স্বপ্নবাজ পাকিস্তান। ব্যাট হাতে শান মাসুদ, ইফতেখাররা ছন্দে আছেন। তবে, এখনও নিজেদের হারিয়ে খুঁজছেন সেরা ওপেনিং জুটির তকমা পাওয়া বাবর-রিজওয়ান। শাদাব খান প্রস্তুত তার স্পিন বিষে প্রতিপক্ষকে ছারখারের আশায়। শুরুটা বাজে হলেও ছন্দে ফিরেছেন শাহীন শাহ আফ্রিদি।
প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এখনও অধরাই আছে। তবে, এবার গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদিরা আশা দেখাচ্ছেন কিউইদের। এক সেঞ্চুরিতে ব্যাট হাতে দলটির মূল ভরসা ফিলিপস। ম্যাচের আগের দিন পাকিস্তান বিশ্রামে কাটালেও অনুশীলনে ঘাম ঝরিয়েছে নিউজিল্যান্ড। চেনা কন্ডিশনেও বাবরদের নিয়ে সতর্ক উইলিয়ামসন।
কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, পাকিস্তানকে নিয়ে আগে থেকে কিছুই বলা যাবে না। ওরা ভালো দল। মাঠে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলব।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে পরিসংখ্যানের পাতায় আধিপত্য পাকিস্তানের। ২৮ বারের দেখায় ১৭ জয় রয়েছে বাবরদের।আর ১১টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us