টিলাগাও লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৬:৪৮ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৩

টিলাগাও লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত।
booked.net

নিজস্ব প্রতিনিধি:-কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) দুপুর ১২টায় বিদ্যালয়ে এ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ- সভাপতি ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও ওয়েছ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের (কুলাউড়া উপজেলা) সদস্য মো. বদরুল আলম সিদ্দিকী নানু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, লালপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মিল আলী, কুলাউড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সজিব আহমদ চৌধুরী, লালপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কয়ছর মিয়া,
টিলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসলাম উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ময়নুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম, ইউপি সদস্য জুনাব আলী, সমাজসেবক আব্দুস ছোবহান ও শিক্ষক মাসুক আহমদ, প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা রাণী দেব রায়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত ও প্রধান অতিথি বদরুল আলম সিদ্দিকী নানুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

ছবিঃ- বক্তব্য রাখছেন জেলা পরিষদের সদস্য মো. বদরুল আলম সিদ্দিকী নানু।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!