টিলাগাও পুকুরের পানিতে পড়ে দুই সহোদরের মৃত্যু।

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২২

টিলাগাও পুকুরের পানিতে পড়ে দুই সহোদরের মৃত্যু।
booked.net
Manual7 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের বিজলী গ্রামের একটি  পুকুরে পড়ে  দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন- রুহিত মল্লিক (১২) ও পর্ব মল্লিক (৭)।  ঈদের দিন রবিবার (১০ জুলাই) বিকেলে  এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুই শিশু একই গ্রামের বাসিন্দা রিংকু মল্লিক ও সুরভি মল্লিক দম্পতির সন্তান। রুহিত মল্লিক আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে এবং পর্ব মল্লিক সদপাশা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, রিংকু ও সুরভি দম্পতি দুই সন্তানকে নিয়ে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সুরভি পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ছিলেন, আর রিংকু দোকান কর্মচারীর কাজ করেন। বিজলী গ্রামের বাড়িতে তারা পাকা ঘর নির্মাণ করছেন। ঈদের ছুটি থাকায় রবিবার বিকেলের দিকে দুই সন্তানকে নিয়ে কাজ দেখতে যান। এ সময় রিংকু বাড়িতে খনন করা পুকুরের পাড়ে গাছের চারা রোপণ করছিলেন। সুরভি অন্য কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রুহিত ও পর্বকে ডাকাডাকি করে খোঁজে না পাওয়ায় স্বজনদের সন্দেহ হয়। সন্ধ্যা ছয়টার দিকে পুকুরে তাদের লাশ পাওয়া যায়।

Manual7 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদের দিনে মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তান হারিয়ে স্বজনরাও মাতম করছেন।

Manual6 Ad Code

ছবিঃ- ইন্টারনেট।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!