টিলাগাঁও রেললাইনের পাশ থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

টিলাগাঁও রেললাইনের পাশ থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।
booked.net

Manual5 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার টিলাগাও রেললাইনের পাশ হতে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ। আজ (সোমবার) দুপুরে ইউনিয়নের ইছবপুর রেলব্রিজ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সোমবার সকালে কোনো এক ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত মহিলাটির বয়স প্রায় ৬০ বছর।

Manual3 Ad Code

এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারি জানান, সোমবার সকালে কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁওয়ের ইছবপুর রেলব্রিজের পাশে ওই মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!