টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ।

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ।
booked.net

Manual3 Ad Code

নিজস্ব প্রতিনিধিঃ- আর্ত মানবতার সেবায় এগিয়ে চলা ‘টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদ’ এর আয়োজনে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল, ২৩ রমজান) বেলা ১১টায় টিলাগাঁও কমরুন্নেছা প্লাজাস্থ সংগঠনের প্রধান কার্যালয়ের সম্মুখে এই নগদ অর্থ বিতরণ করা হয়। সংগঠনের দেশীয় প্রধান সমন্বয়কারী মোজাম্মিল আলীর সভাপতিত্বে ও সমন্বয়কারী কে এম এম ইব্রাহিম আলী এবং মো. লোকমান মিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালিক।

Manual8 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক ও বাংলাটিলা দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ বাহার উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-দেশীয় সমন্বয়কারী গোলাম শাহ্ এমরান চিশতি, সাংবাদিক আব্দুল কুদ্দুস, শিক্ষক মো. মুজির উদ্দিন ও মো. তারা মিয়া। এসময় উপস্থিত ছিলেন – সমন্বয়কারী হাজী মো. রজব আলী, আনার মিয়া, ডা. সৈয়দ ইমরান আলী, সৈয়দ ইয়াওর আলী, আনিছুর রহমান লকুছ, রুমান আহমদ আব্বাছ, রুমেল আহমদ, সানমুন, প্রমুখ।

Manual7 Ad Code

আয়োজক সূত্র জানায়, টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদ অরাজনৈতিক একটি সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ প্রতি বছর মাহে রমজান উপলক্ষে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ান। এবারও সংগঠনের উদ্যোগে ৩শ’ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের দেশীয় সমন্বয়কারীগণ।

ছবিঃ- অর্থ বিতরণ অনুস্টানে আমন্ত্রিত অতিথি বৃন্দ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!